সারাদেশ

শ্যামনগরে অজ্ঞান পাটির দুই সদস্য গ্রেফতার

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে সোমবার(২৯ ডিসেম্বর)দিবাগত রাতে উপজেলার ভূরুলিয়া গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে গৌরিপুর গ্রামের  আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬) ও তার সহযোগি পৌরসভার বাদঘাটা গ্রামের  জাহাঙ্গীর হোসেন(২০)কে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ জানায় গ্রেফতারকালে তাদের নিকট থেকে চেতনানাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জ ও চাবি জব্দ করেছে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ জানায় বাবুর বিরুদ্ধে শ্যামনগর,কালিগঞ্জ,আশাশুনি, সাতক্ষীরা সদর, দেবহাটা,খুলনা,বাগেরহাট ও মাগুরা জেলায় বিভিন্ন থানায় ডাকািতি,দস্যুতা ও চুরির ১৯টি মামলা রয়েছে। তার সহযোগির বিরুদ্ধেও শ্যামনগর থানায় ৬টি মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হোসেন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, এসআই বিপ্লব হোসেন, এসআই সজীব আহমেদ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,