সারাদেশ

সদরপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
শিক্ষার্থী-অভিভাবক ও সহকর্মীদের ভালোবাসায় দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আহম্মেদ।
মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পারভীন বেগম, শিক্ষক মোঃ ফায়জুল হক, শহিদুল ইসলাম মোল্যা, হারুন অর-রশিদ, মোল্লা ফরিদ আহমেদ সহ অনেকে।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও এলাকার মানুষ আজীবন স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আহম্মেদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বিদায় বক্তব্যে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,