সারাদেশ

মদনে কৃষকের বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত ৩

আকরাম আলী তালুকদার হৃদয়
মদন, নেত্রকোনা।
মদনে নিরিহ কৃষকের বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত ৩ নেত্রকোনার মদনে আলী আকবর নামের এক কৃষককের বসত ঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলায় কৃষক আলী আকবর (৫৫) ও তার ভাতিজা পশাল মিয়া (২০) আহত হয়েছে। আহত আলী আকবরের অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে শুক্রবার বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ইব্রাহিম নামের একজন আহত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ ঘটনায় আহত কৃষক আলী আকবরের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে শনিবার মদন থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ভবানীপুর গ্রামে এনজিও সংস্থা স্বাবলম্বী গ্রাম উন্নয়ন সমিতি গঠন করে। এনজিও কেয়ার ও স্বাবলম্বীর যৌথ অর্থায়নে আলী আকবরের কাছ থেকে জমি ক্রয় করে একটি রিসোর্ট ঘর নির্মাণ করে দেন। বছরকানেক পরে সমিতির কার্যক্রম না থাকায় জায়গার জমিদাতা আলী আকবর রিসোর্ট সেন্টারে বসবাস শুরু করে। ঘরের জায়গা ফিরে পেতে আদালতে মামলা করে আলী আকবর। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি ঘরের জায়গা নিয়ে কয়েকবার বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে। গতকাল শুক্রবার গ্রামের পাশে হাওরে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা কাটতে চায় আলী আকবরসহ কয়েকজন। রাস্তা কাটা নিয়ে আলী আকবর ও প্রতিপক্ষের ইব্রাহিম মিয়ার সাথে বাকবিতন্ডা হওয়ার জেরেই বসত বাড়িতে হামলা ও ভাংচুরের লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত আলী আকবরের ছেলে একই গ্রামের ইব্রাহিম, আঙ্গুর মিয়া, নূরুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
জখমীর  বড় ভাই হাবিবুর রহমান বলেন,’ আমার ভাই বাড়িতেই ছিল। হঠাৎ তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। পরে বসত ঘর ভাংচুর করে লুটপাট চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ‘
এ ব্যাপারে প্রতিপক্ষের আঙ্গুর মিয়া জানান,’ আলী আকবর গ্রাম উন্নয়ন সমিতির ঘর দখল করে আছে। তাকে বার বার বলার পরেও ঘর ছাড়েনি। শুক্রবার সে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা কাটার চেষ্টা করে। বাঁধা দেওয়ায় ইব্রাহিম নামের একজনকে আঘাত করে। তবে তাদের বসত ঘর আমরা ভাংচুর করিনি।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,