সারাদেশ

নবীনগরে স্বতন্ত্র প্রার্থীর কাছে বিএনপির প্রার্থীর ধরাশায়ী হওয়ার শঙ্কা

মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র অর্থ সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপসের কাছে ধরাশায়ী হওয়ার শঙ্কা বিএনপি’র ধানের শীষের মনোনিত প্রার্থী জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান।
কাজী মো. নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া ০৫,  নবীনগরের ৪ বারের সাবেক এমপি মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের সন্তান ও গত ২০১৮ সালের সংসদীয় আসনের বিএনপি’র মনোনিত ধানের শীষের প্রার্থী ছিলেন। জানা যায়, কাজী মো. নাজমুল হোসেন তাপস স্বতন্ত্র প্রার্থীর প্রতিক হিসেবে ফুটবল মার্কা চেয়েছেন।
উপজেলা জুড়ে একাধিক দলের ১১ জন প্রার্থীর মধ্যে এডভোকেট মো. আব্দুল মান্নান ও কাজী মো. নাজমুল হোসেন তাপসকে ঘিরে নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা চলছে। একদিকে দীর্ঘ ১৭ বছর পর ধানের শীষে ভোট ধানের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আরেকদিকে মাঠের জনপ্রিয়তা ও একটিভ নেতাকর্মীদের ভেতর স্বতন্ত্র প্রার্থীর প্রতি ভালোবাসায় দ্বিধাবিভক্ত দলে শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় উপজেলাবাসী।
গত ২৯ ডিসেম্বর (২০২৫ খ্রিষ্টাব্দ) মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে উপস্থিত নেতাকর্মীদের সাথে কাজী মো. নাজমুল হোসেন তাপস আবেগতাড়িত হয়ে কান্না করার ভিডিও ছড়িয়ে পড়লে এ শঙ্কা আরো তীব্রতর হয়ে উঠে। এছাড়া মাঠে দীর্ঘ দিন ধরে তাপসের বিচরণ ও মরহুম পিতার রাজনৈতিক ক্যারিয়ারে আশাবাদী কাজী মো. নাজমুল হোসেন তাপসের সমর্থকরা।
এদিকে বিএনপি’র মনোনয়ন, ধানের শীষ প্রতিক ও এডভোকেট মো. আব্দুল মান্নানের ৪০ বছরের রাজনৈতিক জীবনে চমক দেখাবেন বলে আশাবাদী তার সমর্থক নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,