সারাদেশ

পঞ্চগড়ে সম্পত্তির ন্যায্য হিস্যার দাবিতে দুই নারীর সংবাদ সম্মেলন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে বাবা-মায়ের সম্পত্তিতে নিজেদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই নারী।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা শহরের প্রিতম হোটেলে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনকারী দুই নারী হলেন পঞ্চগড়ের প্রয়াত ব্যবসায়ী আব্দুস সামাদের মেয়ে সাবিনা ইয়াসমিন ও সানজিদা পারভীন।
তাদের অভিযোগ, তাদের বাবার মোট সম্পত্তি প্রায় ২৯ একর। সেই হিসেবে তারা জমির ভাগ পান ন্যুনতম ১ একর ৪২ শতক। কিন্তু তাদের জমি দেয়া হয়েছে কাউকে মাত্র ৭ শতক, কাউকে ১১ শতক ও কাউকে ১৫ শতক জমি। বাকি জমি কায়দা করে ভাইয়েরা ভোগ দখল করে খাচ্ছেন। এ বিষয়ে তারা আদালতে বাটোয়ারা মামলাও করেছেন। তাদের দাবি কেবল তাদের প্রাপ্য অংশ যেন তাদের বুঝিয়ে দেয়া হয়।
লিখিত বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, ১৯৮৮ সালে বাবা মারা যান। মৃত্যুকালে তিনি প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রেখে যান। তার তিন স্ত্রী, ৬ ছেলে ৪ মেয়ের মধ্যে এই সম্পদ উত্তরাধিকার হিসেবে বন্টন হওয়ার কথা। কিন্তু ভাই-বোনদের মধ্যে কয়েকজন সে সময় নাবালক হওয়ার কারণে তখন কোন বণ্টন নামা করা সম্ভব হয়নি। পরবর্তীতে কয়েকজন ভাই চক্রান্ত করে বোনদের অংশ আত্মসাৎ করে নেয়। আমরা চাইতে গেলে নামে মাত্র অংশ বুঝিয়ে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয়।
তিনি বলেন, বহুবার পারিবারিকভাবে এবং তৎকালীন পৌর মেয়রের নেতৃত্বেও বসা হয়েছিলো কিন্তু সুরাহা হয়নি। তারা সার্ভেয়ার দিয়ে মাঠে জমি জমা সার্ভে করে আমাদের বোনদের বাদ দিয়ে। এসএ রেকর্ড থেকে আরএস রেকর্ড করার সময় জাল ওয়ারিশন ও কাগজপত্র জমা দিয়ে ওয়ারিশদের বঞ্চিত করে গোপনে রেকর্ড করে নেয় তারা। এভাবে তারা প্রাপ্য অংশের চেয়ে অনেক বেশি জমি রেকর্ড করে নেয় এবং বর্তমানে তারা অংশীদারদের কোনভাবেই প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে চায় না। এছাড়া আমার বাবার নির্মানাধীন বসবাসরত বাড়িটি দখলের চেষ্টা করছে তারা। আমাদের সামান্য কিছু দখলে থাকা জমি এবং কিছু ভাড়া দেওয়া ঘর আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দখলের চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমার আপন ভাই নুরুজ্জামানও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি আমার মায়ের নামে থাকা প্রায় ৫ একর জমি আমার মাকে ভুল বুঝিয়ে আমাদেরকে নামে মাত্র অংশ দিয়ে, বাকীটুকু নিজের নামে লিখে নেয়। আমরা আমাদের অধিকার বুঝে পেতে চাই। আদালতে মামলা চলছে, তবে পারিবারিকভাবে সমাধানেও আমাদের কোন আপত্তি নাই।
এ সময় উপস্থিত ছিলেন তাদের বড় ভাইয়ের মেয়ে সুমাইয়া কায়সার প্রিতমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং