সারাদেশ

গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫

বায়েজীদ,পলাশবাড়ী (গাইবান্ধা) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাইবান্ধার পৃথক পাঁচটি আসনের মধ্যে ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনি আসনে উল্লেখযোগ্য হারে ভোটার সংখ্যা বেড়েছে। এ আসনে এবারের প্রণীত তালিকায় সংযুক্ত হয়েছেন আরোও ২৭ হাজার ৯০৫ জন নতুন ভোটার। এবারই প্রথম-বারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন তারা।

উপজেলা নির্বাচন কার্যালায় সূত্র জানায়, দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৮০ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকানু-যায়ী ভোটার সংখ্যা হয়েছে ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। তবে সর্বসাকুল্যে নতুন ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি।

চুড়ান্ত ভোটার তালিকানুযায়ী গাইবান্ধা-৩ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন ৯ জন।

গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে হিজড়া
ভোটার বেড়েছে। পলাশবাড়ী উপজেলায় ১টি পৌরসভা এবং ৮ ইউনিয়ন নিয়ে গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন।

পলাশবাড়ী উপজেলায় নতুন ভোটার বেড়েছে ১১ হাজার ১৪০ জন। অপরদিকে ; সাদুল্লাপুর উপজেলায় ১১টি ইউনিয়নে গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৫ হাজার ৭১জন।
এ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭১ হাজার ৮৩৬ জন।

এ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ১৬ হাজার
৭৬৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা
১৪৬ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৫৮টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,