গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন ও মিছিল
এপ্রিল ৭, ২০২৫
0
Comments
37 Views
মোঃ আরিফুর রহমান (মামুন)
দুমকী উপজেলা প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ জমইয়াত, আইয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সভাপতিত্ব করেন মজিবুর রহমান খান আরো উপস্থিত ছিলেন শাখার সেক্রেটারি কারী আবুল কালাম, প্রচার সম্পাদক মাওঃ হাবিবুর রহমান তালীম ও তরিকত সম্পাদক হাঃ মাওঃ ডাঃ নুরুজ্জামান তরিক সহ আয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ সহ দুমকি উপজেলার সর্বস্তরের জনগণআজ ৭ এপ্রিল আসর নামাজের পর ফিলিস্তিনের গাজায় জনগণের প্রতি প্রতিকী সংহতি সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, ইসরাইলের বর্বোরোচিত হামলায় গাজাঁ আজ জনশূন্যে পরিনত হয়েছে। তিনি ইসরাইলের সকল পন্য বয়কটের জন্য আহবান জানান। বাংলাদেশ সরকারকে ইসরাইল ব্যতীত সকল পাসপোর্ট গ্রহণের দাবী জানান এবং অবিলম্বে ইসরাইল সহ বিশ^বিবেককে যুদ্ধ বন্ধের আহবান জানান। যারা পৃথিবীতে মানবতার কথা বলে,শান্তির কথা বলে তারাই আজকে ইসরাইলের মদদদাতা । সারা বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে ফুলে ফেপে উঠেছে। সারাদেশে সাধারন জনগনের কাছে এর প্রতিবাদে ঝড় উঠেছে। দ্ব্যর্থহীনকন্ঠে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। অবিলম্বে ইসরাইলকে যুদ্ধ বন্ধের দাবী জানান।।