সারাদেশ

শ্রীবরদীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মালিক শ্রমিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
 বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার  আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  শ্রীবরদী চৌরাস্তা মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রীবরদী পৌর শাখার সভাপতি মো: জামিরুল ইসলামের  সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মো:ফজলুল করিম লাকির  সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি জনাব মোঃ মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল,
 সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা,
উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহব্বায়ক এসএম সোহান, সাধারণ সম্পাদক শফিক, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম দিনু,
তরুণ বিএনপি নেতা ও পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী প্রণব সাহা সহ বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক শ্রম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, “শ্রমিকেরা কেবল উৎপাদনের অংশীদার নন, বরং তাঁরা সমাজের ভিত্তি। তাঁদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।”
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,