সারাদেশ

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান গ্রেপ্তার

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (৫৬) কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তিনি সেনওয়ালিয়া টাট্টিবাড়ির বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে জাতীয় শ্রমিক লীগের নেতা হিসেবে প্রভাব খাটিয়ে এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকার সাধারণ মানুষের জমি দখলসহ নানা অনিয়ম করে গেছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক অভিযোগ থাকলেও এতদিন তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, ছাত্র ও জনতার আন্দোলন দমনে অর্থ সহায়তা দিয়ে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ফলে তার কর্মকাণ্ড এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, “জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।”
হাবিবুর রহমানের গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,