সারাদেশ

পিরোজপুরে বিস্ফোরক আইনের মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেফতার – ২ 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বিস্ফোরক আইনের মামলায় ইন্দুরকানীর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (০৯ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহসান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. রাসেল হাওলাদার।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,