সারাদেশ

সীতাকুণ্ডে স্ত্রী হত্যার প্রধান আসামি ‘মাহমুদুল হক’    পেকুয়ায় র‍্যাব এর অভিযানে গ্রেফতার। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত স্ত্রী হত্যার মামলার প্রধান আসামি মাহমুদুল হক ওরফে করিমকে কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর একটি যৌথ আভিযানিক দল।
র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ১১টায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সীমা আক্তারকে ছুরিকাঘাত করেন তার স্বামী মাহমুদুল। আহত অবস্থায় স্থানীয়রা সীমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরদিন ১৭ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর নিহতের পিতা মো. আইয়ুব সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-৭-এর সহায়তা চাইলে চাঁদগাঁও ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ মে) রাত ১০টা ৪৫ মিনিটে কক্সবাজারের পেকুয়া থানাধীন শেখের খিল্লাঘোনা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুলকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত মাহমুদুল হক (২২) কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বদি উদ্দিন পাড়ার আহমদ শফির ছেলে। বর্তমানে তিনি সীতাকুণ্ড উপজেলার নডালিয়া চারাল কান্দি এলাকায় বসবাস করতেন।
র‍্যাব জানায়, গ্রেফতারের পর মাহমুদুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,