সারাদেশ

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষক জাতীয়করণ করা হবে- অধ্যক্ষ আলমগীর হোসেন 

পিরোজপুর  প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে পিরোজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে মিলিত হয়।
‎পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. শাহ আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফা কামালের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নেতা ও  জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের  আহবায়ক গাজী মো. শাহজাহান। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুরের আহবায়ক মো. আবু সুফিয়ান সহ আরও অনেকে।
‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার আশ্বাস দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষার মান উন্নত হওয়াসহ দেশের শিক্ষকরা ভালো থাকেন। বিএনপি সব শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। এক্ষেত্রে  ছাত্র-শিক্ষক সবাই উপকৃত হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,