মহেশপুর সীমান্তে প্রতিপক্ষের গুলিতে ১জন আহত

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ১২.০৫.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে জোড়া হত্যাকান্ড ও চোরাচালানের আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের জেরে ইব্রাহীম (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী বাগাডাঙ্গা গ্রামে। গুলিবিদ্ধ ইব্রাহীম বাগাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নোনের ছেলে।
স্থানীয়রা জানান, রোবিবার রাত ৯টার দিকে ইব্রাহীম বাড়ির পাশের রাস্তায় দাড়িয়ে ছিল এ সময় একই গ্রামের রফিকুল ইসলাম রাফি ও চঞ্চল মিয়া মটর সাইকেলে এসে তাকে উদ্ধেশ্য করে গুলি ছোড়ে এত ইব্রাহীম গলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘঁনাস্থলে পৌচ্ছে আহত ইব্রহীমকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।
উল্লেক্ষ্যঃ গত বছর ২৪ জানুয়ারী বাগাডাঙ্গা সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে চোরাচালান সিন্ডিকেটের দুই সদস্য শামীম হোসেন ও তার ভাতিজা মন্টু মিয়াকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। চাঞ্চল্যকর জোড়া খুনের ঘনায় বাগাডাঙ্গা গ্রামের কল্যান পাড়া গ্রামের তরিকুল ইসলাম আকালে ও ইব্রাহীমসহ কয়েজনের নামে হথ্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। মামলার পর থেকে তরিকুল ইসলাম আকালে পলাতক রয়েছেন।
এ ব্যাপারে মহেশপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,পূর্বের বিরোধ ও জোড়া হত্যাকান্ডের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বর্তমানে গুলিবিদ্ধ ইব্রাহীম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।