সারাদেশ

নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডব, যুবক নিহত

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। এ সময় ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি।
এদিকে, মান্দা উপজেলায় বজ্রপাতে জিল্লুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার মান্দা, সাপাহার ও পত্নীতলা উপজেলার কয়েকটি এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়।
নিহত জিল্লুর রহমান মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামের বাসিন্দা।
মান্দা উপজেলার কুসুম্বা এলাকার কৃষক আব্দুল মতিন বলেন, ‘বিকেলে চারদিক কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি।’
তিনি আরও জানান, ‘ঝড় শুরু হলে জিল্লুর রহমান মাঠে নিজের জমিতে কাজ করছিলেন। ঝড়বৃষ্টি দেখে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে খোলা মাঠে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী বলেন, ‘বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান সরাতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বজ্রপাতে জিল্লুর রহমান নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া শফিকুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,