সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছে।
সোমবার রাত্রি ৩টায় যমুনা সেতু টোল প্লাজা হতে আনুমানিক ৪০০ গজ পশ্চিমে উত্তরবঙ্গ গামী মহাসড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট২৪-৫৪৩২) বিকল হলে ড্রাইভার রাস্তার পাশে ট্রাকটিকে দাঁড় করিয়ে রাখে। ঢাকা হতে রাজশাহী যাওয়ার সময় অন্য আর একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট২৪-৬১১৪) থেমে থাকা ট্রাক টিকে পিছন দিকে স্বজোরে ধাক্কা দিলে মালবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকের ভিতরে থাকা রাজশাহী জেলা সদর এলাকার বামনশিখড় গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে হেলপার মোঃ নীরব(২০) মৃত্যুবরণ করে। ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানার এসআই(নিঃ) মোঃ রোস্তম আলী।
খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানার এসআই(নিঃ) মোঃ রোস্তম আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্যায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দূর্ঘটনাকবলিত ট্রাকে আটকে থাকা হেলপার নিরবের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং রেকার দিয়ে ট্রাকটিকে সরানোর ব্যবস্থা করছেন। মহাসড়কে উভয় লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,