সারাদেশ

সিরাজগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ কা‌জিপু‌রে পানিতে ডুবে সাত বছরের শিশু কন্যা মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ২ টার দিকে কাজিপুর উপ‌জেলার মেধাই গুচ্ছগ্রামের বালুর পয়েন্ট সংলগ্ন এক‌টি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হলেন, কাজিপুর সদর ইউনিয়নের মেধাই গুচ্ছগ্রামের মো. আব্দুল মালেকের মে‌য়ে মারিয়া খাতুন (৭)।
 কাজিপুর থানা সুত্রে জানা যায়, দুপুর ২ টার দি‌কে বাড়ির লোকজনের অজান্তে কাজিপুর থানাধীন, ৫ নং কাজিপুর সদর ইউনিয়নের অন্তর্গত মেধাই গুচ্ছগ্রামে বালুর পয়েন্ট সংলগ্ন পুকুরে পড়ে মারিয়া খাতুন মৃত্যুবরণ করেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নূরে আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,