সারাদেশ

পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও  কুশ পুত্তলিকা দাহ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের পদবঞ্চিত ছাত্র নেতারা বিক্ষোভ মিছিল ও পথসভা করে কেন্দ্রীয় ছাত্রদল নেতার কুশপুত্তলিকা দাহ করেছে। মঙ্গলবার (১৩) দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে পথসভা শেষে কুশপুত্তলিকা দাহ করে।
চলতি মাসের ১২ মে  ছাত্রদলের কেন্দ্র থেকে ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ত্যাগী ছাত্রনেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সুবিধাবাদী ছাত্রলীগ নেতাকর্মীদের পদায়ন করার অভিযোগ উঠেছে।
এ সময়ে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় বলেন, ” এই কমিটির অনেকের সঙ্গে ছাত্রলীগের সরাসরি যোগাযোগ ছিল এবং আমরা যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম ওই সময় যারা ছাত্রলীগের সাথে সম্পর্ক রক্ষা করে চলত তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। আমরা কখনও পদের জন্য রাজনীতি করি নাই। কিন্তু ছাত্রলীগকে পদ পজিশন দিলে আমরা তা মেনে নিবো না। তিনি আরও বলেন, এখানে পকেট কমিটি হয়েছে।
কলেজ ছাত্রদলের কর্মী মো. ফয়সাল আহম্মেদ বলেন, সম্পূর্ণ টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে, ত্যাগী ছাত্রনেতাদের বঞ্চিত করে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তাদেরকে এই কমিটিতে পদ দেওয়া হয়েছে।  আমরা চাই যারা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলো তাদের দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে নতুন কমিটি দেওয়া হোক।
এদিকে মিছিল ও পথসভা শেষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ ঘটনার পরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রাবাসে সহ কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের একগ্রুপ অন্য গ্রুপের কর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় সংর্ঘষের রুপ নিলে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার পর থেকেকলেজে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং কলেজ ক্যাম্প্যাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের কোন বক্তব্য পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,