সারাদেশ

সিরাজগঞ্জে শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলো র‌্যাব-১২

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১২ এর অভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সামইদিঘী গ্রামের মোঃ আকবর আলী মেম্বারের ছেলে মোঃ খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম (৩৩)।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১১:৪০ ঘটিকায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানীর কমান্ডার দীপঙ্কর ঘোষ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ০৭ এপ্রিল রাত ৮.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানি ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন জাইগীর বাজারস্থ প্রণয় মিষ্টান্ন ভান্ডার সামনে একটি অভিযান পরিচালনা করে ‘নারী ও শিশু ১১৬/১৯, সূত্র মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মামলা নং ৭(৫)১৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৮/৩০ ধারায়’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,