সারাদেশ

পানি খাওয়ার কথা বলে স্বর্ণ অলংকার লুট।স্বামী-স্ত্রী গ্রেফতার

কাউছার আহমেদ টিপু।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনেদুপুরে এক নারীকে নিজ ঘরে বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটানো হয়। তবে লুণ্ঠনকারী স্বামী-স্ত্রীকে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায় ,শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এক নারী পানি খাওয়ার অজুহাতে প্রবেশ করে। এ সময় তার সঙ্গে থাকা লোকটি বাড়ি খালি থাকার সুযোগে ঘরে ঢুকে পড়ে।
অস্ত্র হাতে থাকা ওই ব্যক্তি জয়নাল মিয়ার স্ত্রীকে বেঁধে ও মুখে কাপড় গুঁজে দিয়ে স্বর্ণালংকার লুট করে নেন। তারা লুট করে যাওয়ার পথে ওই গৃহবধূ চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জোরো হয়।  স্থলবন্দরের কাছাকাছি এলাকা থেকে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, গ্লাভস ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা।

গ্রেফতার কৃতরা হলেন জেলা কসবা উপজেলার চন্ডিদার গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সানি  (২৪) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯) তারা দুজন আখাউড়া পৌর এলাকার কলেজপাড়া ভাড়া বাসায় থাকতে।

জয়নাল মিয়া জানান, নামাজের সময় বাড়ির পুরুষরা  মসজিদে ছিলেন। এই সুযোগে ওই দুজন বাড়ি ঢুকে স্বর্ণালংকার লুটে নেয়। স্থানীয় লোকজন ওই দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দেন। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,