রাজনীতি লাইফস্টাইল সারাদেশ

বিএনপি নেতা আবুল কালাম এর মুক্তিতে উচ্ছ্বসিত এলাকাবাসী

 

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ (গদি কালাম) দীর্ঘ ১১ দিন জেল হাজতে থাকার পরে জামিনে মুক্তির খবর পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত হয় রায়হানপুর এলাকাবাসী।

গত ২৮ মার্চ ভোররাতে নিজ এলাকা থেকে পর্নোগ্রাফি আইনের একটি মামলায় তাকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। আবুল কালাম উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া মৃত আ: রশিদ হাওলাদারের (মেম্বর) ছেলে। আবুল কালাম আজাদ পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য গত ১৬ মার্চ রবিবার রাতে কাকচিড়া ইউনিয়নের প্রবাসী নাজমুল জমাদ্দারকে বিবস্ত্র করে ভিডিও ধারন করে ১লক্ষ টাকা মুক্তিপণ ও পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে প্রবাসী নাজমুল জমাদ্দার এর মা রানী বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে আবুল কালাম সহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন, সেই মামলায় ২৮ মার্চ ভোররাতে তাকে আটক করা হয়।

এদিকে আটক হওয়ার আগ থেকেই আবুল কালাম আজাদ ওই ঘটনার সাথে কোন ধরনের সম্পৃক্ত নয় বলে একাদিক গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় সাক্ষাতকার দেন। এছাড়াও তিনি জানিয়েছেন ওই রাতে নাজমুল জমাদ্দার পূর্ব লেমুয়ার একটি আবাসনে থাকা এক বিধবা নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের সময় এলাকাবাসীর হাতেনাতে ধরা পরে। সেই ঘটনা ধামাচাপা দিতেই ষড়যন্ত্র করে তার নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দেয়া হয়েছে।

আটক করার দু’দিন পরেই (৩০ মার্চ) লেমুয়া বাজারে হাজার হাজার নারী-পুরুষ ও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি তার মুক্তি চেয়ে মানববন্ধন করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোর্টের আইনি কার্যক্রম বন্ধের পরে আজ ৭ এপ্রিল (সোমবার) দুপুর ১২ টার দিকে জামিন মঞ্জুর করেন আদালত।
বিকেলে মুক্তি পেয়ে এলাকায় আসার খবর পেয়ে বিএনপির নেতাকর্মী সহ শত শত এলাকাবাসী তাকে সংবর্ধনা দিতে ছুটি যায় বাইনচটকি ফেরিঘাটে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে মোটরসাইকেল যোগে রায়হানপুর এলাকায় গণসংযোগ শেষে তার নিজ বাড়িতে সমবেত হয়।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতরে জেল হাজতে থাকায় সকল নেতাকর্মী ও এলাকাবাসীদের নিয়ে তার নিজ বাড়িতে ঈদ আনন্দ উপভোগ করেন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাথরঘাটা, বরগুনা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,