সারাদেশ

বাগেরহাটে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন 

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটে সাংবাদিক মোঃ রাকিবুল হাসানের সাথে অসদাচরণ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি)  দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট এর সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, মোল্লারহাট  প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার  দাস, দেশ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস শোহান, দীপ্ত টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মামুন আহমেদ, কেটিভি২৪ ও সংবাদ সরাবেলার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান শিমুল, আমার দেশের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ মিরানুজ্জামান, দৈনিক অভয়নগর পত্রিকার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন রতন প্রমুখ।
এ সময় সাংবাদিক নকীব মিজানুর রহমান,  সোহাগ হাওলাদার, সোহেল রানা বাবুল, শেখ সোহেল,তরিকুল ইসলাম, খান সুমন, শহিদুল ইসলাম, সিকদার সাঈদ,  মুন্না, রাসেল রাজু, হানিফ সিকদার, শেখ আহমেদ তারিক সহ বাগেরহাটে কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলার বিষখালি কমিউনিটি ক্লিনিক ভাঙচুর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার তথ্য পেয়ে  সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান। সেখানে সোমা রাণী দাসকে কমিউনিটি ক্লিনিকে অবরুদ্ধ দেখতে পান। অভিযুক্ত দিপা বালা দাসের কাছে ফোন করে বিষয়টি জানতে চাইলে, দিপা সাংবাদিক রাকিবুল হাসানের সাথে  অসদাচরণ, কটুক্তি ও হুমকি প্রদান করেন। পরবর্তীতে দীপা বালা দাসের স্বামী বাদল দাসও ফোন করে রাকিবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান  করেন। পরবর্তীতে রাকিবুল হাসান এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। আমরা এই দীপা বালা দাসের বিচার চাই।
বক্তারা আরও বলেন, এই দীপা বালা দাস একজন মামলাবাজ। ইতিপূর্বে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়াসহ হয়রানি করেছে। গত এক মাস আগে এই দীপা দাস ও তার স্বামী বাদল দাস তার ৯০ বছরের এক বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। দীপা দাস ও তার স্বামীর গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং