ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের Anti-Valentine Campaign 2025 অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বিশ্ব ভালোবাসা দিবসের নামে নোংরামি,বেহায়াপনার বিরুদ্ধে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে Anti-Valentine Campaign 2025 আয়োজন করা হয়েছে।এই কর্মসূচির মাধ্যমে তরুণদের ইসলামী মূল্যবোধ,সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিকতার প্রতি উদ্বুদ্ধ করা হয়।ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি বিশেষ ফটো ফ্রেম স্থাপন করা হয় ফেনী সরকারি কলেজ মাঠে, যেখানে অংশগ্রহণকারীরা”অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হোন ইসলামি মূল্যবোধ ধারণ করুন এমন বার্তা নিয়ে ছবি তুলেন উৎসুক বিভিন্ন তরুণ ও শিক্ষার্থীরা।ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম বলেন ঐতিহ্যগত বাঙালি মুসলিম বোধ,বিশ্বাস ও সংস্কৃতি থেকে আমাদের দূর করে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন বিশেষ করে ভালোবাসা দিবসের নামে অবৈধ সম্পর্ক স্থাপন ও বেহায়াপনা আমাদের গ্রাস করে নিচ্ছে।তরুণদের অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহ প্রদান করে বিয়ের মত একটি হালাল কাজকে কঠিন করে দিয়েছে।সমাজবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।এই পরিস্থিতিতে আমাদের তরুণদের সচেতন করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।এই আয়োজনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থী আহমেদ তামিম বলেন,আবহমান বাংলার ঐতিহ্য ও গৌরবগাঁথা ইতিহাস,পশ্চিমা সংস্কৃতির কবলে হারিয়ে যাচ্ছে।বিশ্ব ভালোবাসা দিবসের নামে নোংরামি ও বেহায়াপনা আমাদের সমাজ সচেতন তরুণদের উদ্বেগের কারণ। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে। এমন একটি চমৎকার আয়োজন করার জন্য ছাত্র আন্দোলন কলেজ শাখাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এই সময় বিভিন্ন তরুণ ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসের সঙ্গে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে দেখা যায়।তারা ব্যানার, প্ল্যাকার্ড ও ফটো ফ্রেমের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করেন।আয়োজকরা মনে করছেন,এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণদের নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহী করে তুলবে।ফেনীর তরুণরা আশাবাদী যে,এমন উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে।আয়োজকরা জানান,ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে,যাতে তরুণরা সমাজ ইসলামি নৈতিকতা ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে পারে।