সারাদেশ

ইউজিসি চেয়ারম্যান এর সাথে রাবিপ্রবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠিতরাবিপ্রবি প্রতিনিধি :

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের( ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড.এস এস এ ফায়েজ এর সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য, সকল ডীন, চেয়ারম্যান, প্রক্টর এবং অফিস প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের( ইউজিসি) চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ কর নেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড.এস এস এ ফায়েজ সকলকে শুভেচ্ছা জানান এবং রাবিপ্রবির প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি রাবিপ্রবির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রেখে মাস্টার প্ল্যান অনুযায়ী অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। এরসাথে নির্মাণ কাজ যেন টেকসই হয় সেই বিষয়ে দৃষ্টি রাখার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, অত্র পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী যেন এই রাবিপ্রবি’র শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দৃষ্টি দিতে হবে। এ অঞ্চলের নারীরা জাতীয় ফুটবল টিমে অনেক অবদান রাখছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে সুযোগ দিলে তারা আরো ভালো করবে। এ অঞ্চলের সম্পদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য জাতীয় পর্যায়ে আরো বেশি করে তুলে ধরার জন্য উদ্যোগ গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন এবং রাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও তিনি অত্র অঞ্চলের মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাবিপ্রবিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কর্মসূচী গ্রহণের উপর গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং