ঝালকাঠিতে শক্রতার জের ধরে এক যুবলীগ নেতা কলেজ ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে।

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে শক্রতার জের ধরে তানজিল খান নিয়ন (২১) নামের এক ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের কর্মীকে এক যুবলীগ কর্মী ধারাল অস্ত্র দিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। রবিবার বিকাল সারে ৪ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পিপলিতা গ্রামে এঘটনা ঘটে। আহত তানজিল খান নিয়ন ঝালকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের ইয়ার কমিটির সাংগঠনিক সম্পাদক। আহত তানজিল খান নিয়ন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তানজিল খান নিয়ন জানিয়েছেন, তার বাবা তৈয়বুর রহমান একই এলাকার সালাম খান এর চাচা শ^শুড় সহ অন্য ওয়ারিসদের জমি ক্রয় করেন। কিন্তু সালাম খান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং তার ছেলে সাইম খান হীরা ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও ছোট ছেলে উজ্জ্বল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এর প্রভাব খাটিয়ে তৈয়বুর রহমানের ক্রয় করা জমি তাকে
ভোগ দখলে বাঁধা দেয়। সালাম খান এবং তার ছেলেরা ওই জমির গাছ কেটে নিতে গেলে বাঁধা দেয় তৈয়বুর রহমান এর ছেলে তানজিল খান নিয়ন। এসময় সালাম খান তার স্ত্রী বেবী বেগম, ছেলে সাইম খান হীরা সহ অজ্ঞাত চার থেকে পাঁচজন মিলে তানজিল খান নিয়নকে বেধরক পিটুনি দেয় এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে মাথা আঘাত করে। ভাইকে রক্ষার জন্য এগিয়ে আসলে তানজিল খান নিয়ন এর বড় ভাই তাওহীদুর রহমানকেও আহত করা হয়। এব্যাপারে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানাগেছে। তবে অভিযুক্ত সালাম খান গংদের বক্তব্য পাওয়া যায়নি। ঝালকাঠি থানার মো. মনিরুজ্জামান বলেন,‘ এব্যাপারে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।