সারাদেশ

মারা গেলেন মাদারীপুরের সবচেয়ে প্রবীণ ব্যক্তি।

হোসাইন মাহমুদ মাদারীপুর  জেলা প্রতিনিধি :
মারা গেলেন মাদারীপুর জেলার সবচেয়ে প্রবীণ ব্যক্তি মো. ছহের উদ্দিন ঘরামী। আজ মঙ্গলবার সকালে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ভোটার আইডি অনুযায়ি তার বয়স ৯৬ বছর হলেও জন্ম সুত্র অনুযায়ি তার বয়স ১০২ বছর হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার। তবে মৃত ছহের উদ্দিন শতাব্দীর শেষ জীবিত ব্যক্তি ছিলেন বলে দাবী করেছেন তার পরিবার।
নিহতের ছোট ছেলে শিক্ষক মো. আব্দুর রব বলেন, প্রায় ১০২ বছর পূর্বে মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামে মো. ছহের উদ্দিন জন্ম গ্রহন করেন।
নিহতের স্বজনরা জানান, জনাব ছহের উদ্দিন দু’টি বিশ্বযুদ্ধ দেখেছিলেন। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ দেখা আব্দুল হালিম অনেক রাজা, লর্ড, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী দেখেছিলেন। প্রবীণরা বলছেন, তার জীবন ছিল অদ্বিতীয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত চলাফেরা, বাজার-ঘাট নিজেই করতেন। এবং প্রতিদিন কমপক্ষে ৪-৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। প্রায় ১০ যুগেও তাকে কাবু করতে পারেনি শারীরিক দুর্বলতা। উল্লেখ্য মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আছর জানাজা শেষে নিহতের লাশ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ছহের উদ্দিন মাদারীপুর পখিরার দরবার শরিফের মুরিদ ছিলেন। মরহুমের জানাজার নামাজ পরান পখিরার পীর মাওলানা ইমরান বীন নুর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং