সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের পুত্র সাফায়েত বিন জাকির (সৌরভ) গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকির (৩০) কে  গ্রেপ্তার করা হয়েছে।
আজ (বুধবার) ০৫/০২/২০২৫ইং দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।
প্রাথমিক এ তথ্য নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি বলেন, ‘দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সাফায়াতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি এবং কুড়িগ্রামের রৌমারী থানায় আরও দুটি মামলা রয়েছে।
উল্লেখ থাকে যে ২০ অক্টোবর ২০২৪ সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কে গ্রেফতার করে পুলিশ৷

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,