শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
শেরপুরের নকলা উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের” জিয়ার সৈনিক ক্লাবের” আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষকদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি ) বিকেল ৩টার দিকে শেরপুরের নকলা উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের চিথলিয়া বাজারে “জিয়ার সৈনিক ক্লাবের” আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষকদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় গণপদ্দী ইউনিয়ন শাখার কৃষক দলের আহ্বায়ক মোঃ ওরায়েছ আলীর সভাপতিত্বে ৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শিফিকুর রহমান শহীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম গোল্ডেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু, জেলা জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক আলহাজ্ব এস.এম তানভীর (রকি),নকলা উপজেলার কৃষক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, নকলা পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম,নকলা উপজেলার সিনিয়র-আহবায়ক মোঃ জহিরুল হক,উপজেলার সদস্যসচিব মোঃ জাহিদুল হক রাসেল, পৌর শাখার সদস্যসচিব মোঃ নাজিবুর রহমান নয়ন, পৌর শাখার সিনিয়র- যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির প্রমুখ সহ গণমাধ্যমকর্মীগণ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত