গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জের শসা বোঝাই করা একটি পিকআপ খাদে পড়ে চালক,হেলপার ও ব্যবসায়ী সহ তিনজনের মৃত্যু হয়েছে । বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের নোয়াপাড়ার মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
জানা গেছে বুধবার সকালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ।নিহতরা হলো, খুলনার সোনাডাঙ্গা থানার সোনার বাংলা এলাকার আঃ সোবাহান মোড়লের ছেলে আল-আমিন (২৫), সিলেটের ওসমানী নগর থানার দক্ষিণ কালনীর চর এলাকার মৃত আব্দুল নূরের ছেলে আব্দুল কাইয়ুম (২৬) এবং পিকআপ চালক মাদারীপুরের ডাসরা থানার মেধাকুল এলাকার নাছিরের ছেলে সাকিব (২২)।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়ার মৈশাইর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ দুর্ঘটন আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।