সারাদেশ

কালিগঞ্জের তিন মাদক কারবারিকে ১০০ টাকা করে জরিমানা একই সাথে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:

কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় অভিযান চালিয়ে তিন গাঁজাসেবীকে গ্রেপ্তারের পর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পৃথকভাবে এই দণ্ডাদেশ দেন।গ্রেপ্তারকৃতরা হলো, দড়িসোম এলাকার নজরুল মিয়ার ছেলে শাহেদ (২০), আবুল মিয়ার ছেলে আমজাদ (২৭), এবং কুদ্দুসের ছেলে দুলাল (৩৩)।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে উপপরিদর্শক জুয়েল মিয়া দড়িসোম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গাঁজাসহ তিন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’ এর ৩৬(৫) ধারায় পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। এছাড়া জব্দ করা গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং