জেলা সমাবেশ সফল করতে মহেশপুর বিএনপি’র প্রস্তুতি সভা

আগামী ১৮ ফেব্রæয়ারী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে ঝিনাইদহে জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে মহেশপুরে বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস,উপজেলা বিএনপির সহ-সভাপতি তরফদার মাহামুদ তৌফিক দিপু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু,উপজেলা যুবদল নেতা রহমান সাঈদ, আহসান হাবীব সহ মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
সভায় আগত বেশীর ভাগ নেতৃবৃন্দ আগামী ১৮ ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।