ফেনী সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে সোনাগাজী অংশে ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী তীরবর্তী ভাঙ্গন সৃষ্টির অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালত।আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন।সূত্রে জানা যায়, উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত এবং নদী তীরে ভাঙনের সৃষ্টি করায় বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০ এর অধীনে আদালত তাৎক্ষণিক ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন,পটুয়াখালী কলাপাড়ার মোহাম্মদ ইমরান ও রাকিবুল ইসলামকে ২ মাসের,নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম ও নারায়নগঞ্জ রুপগন্জের দেওয়ান দেলোয়ারকে ২ মাসের,নোয়াখালী বেগমগঞ্জের মোহাম্মদ রবিনকে ২মাসের ও লক্ষীপুরের রামগতির মোহাম্মদ সজীবকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও জনসার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।