ঝিনাইূহে বিএনপি কর্মী হামিদুলের উপর নৃশংস সন্ত্রাসী হামলা!

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ :
ঝিনাইদহ আবাসন প্রকল্প বিএনপির সাধারণ সম্পাদক, হামিদুল ইসলামের উপরে পূর্ব পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী।
গত ১৩-০৩-২০২৫, আনুমানিক রাত ৮.৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। উক্ত ঘটনা সম্পর্কে হামিদুল ইসলাম বলেন, “আমি বিএনপির একজন সাধারণ কর্মী বিগত ফ্যাসি*স্ট সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। আমি এখনও দলের জন্য রাজপথেই আছি। ফলে, আমার উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর অনেক আগে থেকেই লোলুপ দৃষ্টি ছিল। আমি জেলা যুবদলের পিন্টু ভাই, শফি ভাই ও মিলন ভাইদের সাথে দীর্ঘদিন ধরে নিয়মিত দলীয় প্রোগ্রাম করে আসছি। হামলার সময় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। আমি একজন অসহায় মানুষ আমি আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনা বর্ণনার এক পর্যায়ে, তিনি জবানবন্দিতে আসামিদের নামও উল্লেখ করেন। আসামিরা হলো,চরখাজুরা গ্রামের আওয়ামী সন্ত্রাসী, রুহুল, রিংকু, রানা, মুক্তার, মুলাম, সেলিম সহ, আবাসন প্রকল্পের জাহিদুল, রিপন, হাসান, মোটা পিন্টু, আলীরাজ, জিহাদ সহ অজ্ঞাত আরও অনেকে।
উক্ত ঘটনা সোনার পর ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া হামিদুল ইসলামকে দেখতে উপস্থিত হন, জেলা যুবদলের নেতা সাজ্জাদুল হক মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন, ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ রাজীব, ঝিনাইদহ পৌর ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী উজ্জ্বল হোসেন এবং জেলা যুবদলের নেতা মোঃ আব্দুল হামিদ লিটন সহ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় যুবদলের পক্ষ থেকে সাজ্জাদুল হক মিলন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, কড়া হুশিয়ারি প্রদান করেছেন। একইসাথে, জেলা বিএনপি ঝিনাইদহকে উক্ত ঘটনা তদন্তেরও আহবান জানিয়েছেন। তিনি প্রশাসনের কাছে হামিদুল ইসলামের উপরে চালানো নৃশংস হামলার সুষ্ঠু বিচারেরও জোর দাবি জানিয়েছেন।