সারাদেশ

“মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় শুক্রবারে চালু রাখার স্বীদ্ধান্তের সম্মানে নেত্রকোণার শিক্ষার্থীদের কর্মসূচি”

মোঃ রেজাউল ইসলাম রানা
সংবাদ প্রতিনিধি, নেত্রকোণা সদর।
আজ (১৪ই মার্চ) থেকে *মোহনগঞ্জ এক্সপ্রেস* চালু হওয়ায় নেত্রকোণার সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে *বাংলাদেশ রেলওয়েকে* অভিনন্দন জানিয়ে এক কর্মসূচি পালন করা হয়েছে।
নেত্রকোণা *বড় স্টেশন*-এ আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন *মোঃ আশিক নুর*, *আল মামুন*, *তারেক আবির*, *বুলবুল*, *আদনান সানি*, *ইকবাল*, এবং *আলিম*।
কর্মসূচির সঞ্চালনা করেন *মোঃ তারেক মিয়া*, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন*। বক্তারা তাদের বক্তব্যে *ট্রেন সিডিউল* পরিবর্তনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া, কর্মসূচির শেষে শিক্ষার্থীরা *মোহনগঞ্জ এক্সপ্রেস* এর গার্ড এবং ট্রেনটির চালককে ফুলেল শুভেচ্ছা জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,