সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে ৮৪ কেজি কাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে -৯

কাউছার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ১৩ মার্চ রাত১১.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. লুৎফর রহমান (৩০), পিতা-রহমত আলী, মো. রাষ্টু মিয়া (৫০), পিতা-জবান আলী, উভয় গ্রাম-বুল্লা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,