কালীগঞ্জে বাবা হত্যার বিচার চাইতে মহাসড়কে তিন বছরের শিশু কন্যা

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া প্রেমের ঘটনায় নিহত আহসানুল ইসলাম অর্কিড (৩২) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী । শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে শহরের মেইন বাস স্ট্যান্ডে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে নিহত অর্কিডের ৩ বছরের শিশু কন্যা অকিয়া তাবাসসুম মায়ের সাথে মহাসড়কে দাড়িয়ে বাবা হত্যার বিচার চায় । সে সময় অকিয়াকে বার বার বলতে শোনা যায় , আমি বিচার চাই , আমি বিচার চাই,বাবা হত্যার বিচার চাই । মানববন্ধনে আহসানুল ইসলাম অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা স্বামী হত্যার বিচার দাবি করে বলেন , আমার স্বামীকে পরিকল্পিতভাবে শরীরে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে । পরকীয়া বলে হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।হত্যাকাণ্ডের বেশ কিছুদিন অতিবাহিত হলেও আসামীরা এখানো ধরাছোয়ার বাইরে । সে সময় তিনি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান । উল্লেখ্য, চলতি মাসের ৬ মার্চ (বুধবার) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় ১০ মার্চ (সোমবার) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মারা যান অর্কিড।