ধর্ষনের ঘটনা তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড পরিকোট গ্রামে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আমাদের বাংলার সেনবাগ সংবাদদাতা। গতকাল রাতে তথ্য সংগ্রহের সময় অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয় সংবাদকর্মী আমজাদ শিবলুকে। বর্তমানে তিনি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাপ্ত তথ্যমতে, হামলাকারীরা হলেন -নুরুল আফসার সজিব, পিতা: রুহুল আমিন (জয়নাল হুজুরের বাড়ি)স্বপন, পিতা: আমিন (সফিক মাওলানার বাড়ি)তারা সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পরিকোট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আমজাদ শিবলু ভিক্টিমের শ্বশুরের সাথে কথা বলার সময় সজিব ও স্বপনসহ কয়েকজন যুবক তাকে আক্রমণ করে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের উপর এ ধরনের হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।