সদরপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্বহত্যার অভিযোগ

শিমুল তালুকদার, ফরিদপুর।
ফরিদপুরের সদরপুরে সিদ্দিক মল্লিক (৪৫) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৫ ই মার্চ (শনিবার ) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের পরিত্যক্ত ভিটায় আম গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখা যায়। নিহত সিদ্দিক ঐ এলাকার মুসা মল্লিকের ছেলে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে সিদ্দিক বাড়ী থেকে বের হয়ে যায়, রাতে সে বাড়ি আসেনি। শনিবার সকাল ৭টার দিকে মহিলারা ফসলী জমিতে কাজ করতে গেলে জমির পাশে পরিত্যক্ত ভিটার আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সকাল ৮ টায় নিহত ছিদ্দিকের লাশ উদ্ধার করেন সদরপুর থানা পুলিশ।
কৃষ্ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গফফার শিকদার জানান, সে (সিদ্দিক) একাধিক এনজিওর কাছে ৭-৮ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। দীর্ঘদিন ঋণ পরিশোধ করতে না পারায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে হতাশা থেকে আত্মাহত্যা করতে পারে বলে ধারণা হচ্ছে।
নিহত ছিদ্দিকের স্ত্রী রিনা বেগম জানান, শুক্রবার সন্ধার পর থেকে আমার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। আমি বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে ঘুমিয়ে পরি। সেহেরীর সময় উঠেও না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকি। সকালে শুনতে পাই আমার স্বামীর লাশ ঝুলছে। রিনা বেগম আরো জানান, গত কয়েক দিন যাবত সে অসুস্থ ছিলেন। গত ২ দিন পুর্বেও তিনি সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তবে কি কারনে তার স্বামী আত্বহত্যা করেছেন তা বুঝতে পারছিনা বলে জানান নিহতের স্ত্রী রিনা বেগম।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।