ভূঞাপুরে ইভান কম্পিউটারের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ইভান কম্পিউটারের উদ্যোগে উপজেলার সকল ইন্টারনেট ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।
১৬মার্চ (রবিবার) সন্ধ্যায় উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে ইভান কম্পিউটার এন্ড ওয়াইফাই গ্যাজেটস এর স্বত্বাধিকারী কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, স্থানীয় এফএনএফ নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী মনিরুজ্জামান মনির, এফ এস ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী মমিনুল ইসলাম, আরএস কমিউনিকেশন এর স্বত্বাধিকারী সোহেল রানা, এআরএস ১৩ কমিউনিকেশন এর সিইও ও অর্জুনা নেটওয়ার্কের স্বত্বাধিকারী মিথুন তালুকদার, প্রোটন কমিউনিকেশন এর প্রধান প্রকৌশলী রুহুল আমিন রাসেল, এক্সপ্লোর নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী আয়নাল হক, টিএস নেটওয়ার্কের স্বত্বাধিকারী তুষার প্রমুখ।
মাহফিলে উপজেলার সকল ইন্টারনেট ব্যবসায়ীদের মধ্যে সজল, সজিব, নাসিম, আনিস, সুরুজ, নীরব, ফরিদ, মনির, রুবেল, তিতুমীর, হাবিব, সুমন, খায়রুল, সবুজ, রাসেল, আলামীন, সুজন, জুয়েল, জহুরুল, সিফাত, মেহেদীসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ইন্টারনেট অন্যতম ভূমিকা রাখছে। ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছে সঠিক সেবাটি পৌছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও এ সেবার মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সু সম্পর্ক গড়ে উঠুক।