দিনাজপুরে উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

এনামুল মবিন(সবুজ)
জেলা প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর খানসামা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৬ মার্চ) দুপুরে উপজেলার পাকেরহাট শাপলা চত্বরের সামনে উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী ও যুগ্ন-আহবায়ক রবিউল আলম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খানসামার সুসংগঠিত রাজনীতিতে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টার অংশ হিসেবে বিএনপির সদস্য না হয়েও হঠাৎ মনোনয়ন প্রত্যাশী হয়ে আসা আওয়ামী লীগের সুবিধাভোগী কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করা হয়। দলীয় কার্যালয়ের দেয়ালে টাঙ্গানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিসহ বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি এবং আসবাবপত্র ভাংচুর করা হয়। বক্তারা অবিলম্বে ভাংচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাাস্তর দাবি জানান।
এসময় খানসামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. মসলেম উদ্দিন সরকারসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৬ মার্চ রবিবার সকাল ১০টায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি মানববন্ধন শেষে সমর্থকরা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করে।