ভূঞাপুরে গণঅভ্যুত্থান নিহত শহীদ পলাশের পাশে সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জুলাই আন্দোলনে নিহত শহীদ ফিরোজ তালুকদার পলাশের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম পিন্টু।
রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পৌর এলাকার ঘাটান্দী গ্রামে পলাশের বাড়িতে যান সালাম পিন্টু, তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। তাদের হাতে কিছু নগদ অর্থ ও ইফতার সামগ্রী তুলে দেন। এছাড়া নিয়মিত সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পলাশের মা, স্ত্রী, সন্তান, ভাই ও প্রতিবেশী। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,ভূঞাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, শ্রমিক দলের আহবায়ক আলমগীর হোসেন তালুকদার, যুব দলের আহবায়ক খন্দকার জুলহাস আলম প্রমুখ।
উল্লেখ্য গত ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পুলিশের ছোড়া গুলিতে নিহত হয়। পলাশ দীর্ঘদিন ভূঞাপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। একটি বেসরকারি কোম্পানির চাকরির সুবাদে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। ২০ জুলাই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।