ভোলায় মসজিদে শিশু বলৎকারের ঘটনায় আটক ১

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলায় খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ১০ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় তালহা (১৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আছাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত যুবক তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।
এর আগে এই ঘটনার উপযুক্ত বিচার চেয়ে ভুক্তভোগী শিশুটির বাবা চরফ্যাশন থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে শনিবার রাতব্যাপী অভিযান চালিয়ে উপজেলার শরিফ পাড়া এলাকা থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, গত ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানো ও মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে চরফ্যাশন খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে। পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
তিনি আরে জানান, এই ঘটনার সাথে অন্য কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।