সিরাজগঞ্জে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন নির্ধারণে চাকুরীকাল গণনা ও আর্থিক সুবিধাদি প্রাপ্যতায় অর্থমন্ত্রণালয়ের পত্র প্রত্যাহারের দাবীতে সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্যতায়
১২ আগষ্ট ২০২০ এ অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র প্রত্যাহার এবং সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবীতে সমাবেশ,বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন
সিরাজগঞ্জের প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষীকারা।
সোমবার বেলা ১১ টার সময় বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ওমর আলী তালুকদার। আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন,উল্লাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রহমত হোসেন,রায়গঞ্জ উপজেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান,তাড়াশ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আরসেদ আলী,কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ও শাহজাদপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা শিক্ষক সমিতির বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষীকারা অংশ নিয়ে তাদের দাবীর পক্ষে নানান শ্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি বাজার স্টেশন রোড হয়ে কালেক্টরেট ভবনের সামনে যেয়ে শেষ।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষক সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে তাদের দাবীদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন। জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা স্বাক্ষরিত স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।