নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের বিরুদ্ধে শিক্ষক- শিক্ষার্থী ও নেত্রকোণাবাসীর প্রতিবাদ।

মোঃ রেজাউল ইসলাম রানা
সংবাদ প্রতিনিধি, নেত্রকোণা সদর।
আজ (সোমবার) দুপুরে, নেত্রকোণা সদর হাসপাতালে অস্থায়ী মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন,
কলেজের মান নিয়ে যে অসত্য অভিযোগ তোলা হচ্ছে তা মেনে নেয়নি এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং নেত্রকোণাবাসী। তারা অবিলম্বে এসব অভিযোগ বন্ধ করে, কলেজের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। যদি এই দাবি মেনে না নেওয়া হয়, তবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে স্লোগান দেন, ‘‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,’’ ‘‘জেগেছে রে জেগেছে, নেত্রকোণা জেগেছে,’’ এবং ‘‘তুমি কে আমি কে, এনএমসিআর এনএমসিআর।’’
এছাড়া বক্তারা তাদের দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।