সারাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ৩০৮১ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৭ মার্চ) ও সোমবার (১৮ মার্চ ) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল চাল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সুত্রধর।

পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩০.৮১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ৩০৮১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা (ট্যাগ অফিসার) সুজন আহমেদ, কমলগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক কয়ছর আহমেদসহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর, আদমপুর, মাধবপুর, ইসলামপুর, মুন্সিবাজার, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং