সারাদেশ

ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে খুন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লাইলী আক্তার তানিয়া(৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা।পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামের শাহাব উদ্দিনের ভাড়া বাসায় শনিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।সে সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী।তার দুটি পুত্র সন্তান রয়েছে।বড় ছেলের বয়স দশ বছর ও ছোট ছেলের বয়স দুই বছর চার মাস।তিনি সন্তানদের নিয়ে দুই কক্ষ বিশিষ্ট ওই সেমি পাকা ঘরে ভাড়া থাকতেন।সে চরখোন্দকার গ্রামের সৌদি আরব প্রবাসী জেবল হকের কন্যা।দুই ভাই এক বোনের মধ্যে তানিয়া ছিল তৃতীয়।পুলিশ ও নিহতের পরিবার জানায়,প্রায় ১২ বছর পূর্বে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী পিয়াসের সঙ্গে তার বিয়ে হয়।গত প্রায় এক বছর পূর্বে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিযে দোকান কর্মচারি মো.রনির সঙ্গে তার পরিচয় হয়। তার মুঠোফোনের নাম্বার সংগ্রহ করে এরপর থেকে তাকে প্রেমের প্রস্তাবে উত্ত্যক্ত করে আসছে রনি।বিষয়টি জানাজানি হলে দোকান মালিক পাঁচ মাস পুর্বে তাকে চাকরিচ্যুত করেন।একই সঙ্গে রনির স্ত্রী এবং তানিয়ার স্বজনদের মধ্যে কলহ দেখা দেয।এতে রনি ক্ষিপ্ত হয়ে প্রকাশ্য তানিয়াকে হত্যার হুমকি দেয়।তার পরিবারের দাবি চরখোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে মো.রনি ও তার সহযোগীরা তানিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছেন।তারাবির নামাজের পর রাস্তায় ছোট সন্তানকে কান্না করতে দেখতে পান স্থানীয়রা।এরপর তানিয়ার মা ও ছোট ভই নুরনবী জিসান সহ বাসায় গিয়ে সোফার ওপর তানিয়ার মরদেহ দেখতে পান।স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল থেকে তার মরদেহ মায়ের ভাড়া বাসায় নিয়ে গেলে রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।তানিয়ার গলার দুই পাশে দুটি নখের আঁচড়ের দাগ রয়েছে।তাকে শ্বাসরোধে হত্যা করে গলায় থাকা স্বর্ণের চেইন,আলমারির তালা ভেঙে নগদ টাকা এবং তার ব্যবহৃত মুঠোফোনটি দুর্বৃত্তরা নিয়ে যায়।এই ঘটনায় লাইলীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে রনি সহ অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।ময়না তদন্ত শেষে রোববার বিকালে স্বামীর পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।সোনাগাজী মডেল থানার ওসি মো.বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঘটনার পর থেকে রনির ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং