ফেনীর ফরহাদ নগরে বিএনপর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার ইউনিয়নের ভোর বাজার ওমরিয়া ফারুকিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক।ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনসুর আলম,ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক,বালিগাঁও ইউনিয়ন সদস্য সচিব কাজী কামরুল আহসান,বিএনপি নেতা কাবুল হোসেন কাবুল,ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন,ফেনী জেলা ছাত্রদলের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ওমর গনী,ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ।ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিএনপি,যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ নুর মোহাম্মদ।