ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহার কালীগঞ্জে উপজেলা ও ৮নং মালিয়াট ইউনিয়ন বিএনপির আয়োজনে পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান।অপরদিকে উপজেলার ৮ নং মালিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে তত্তিপুর বাজারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) আরাফাত রহমান কোকো, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের শহীদ নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। পৃথক ২ টি দোয়া ও ইফতার মাহফিলে যথাক্রমে
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ , শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু,উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,ইঞ্জিনের তৌহিদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।