সিংড়ায় ফেসবুকে মহানবীকে কটুক্তি করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে আটক করেছে সিংড়া থানা পুলিশ । রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলা রামানন্দ খাজুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাকিবুল হাসান স্বচ্ছ ও সাবরিনা বিনতে রুহি নামের দুইটি ফেইসবুক আইডির মন্তব্য ঘিরে ব্যপক সমালোচনার ঝড় উঠে।
মেহেদী হাসান নামে একজন লিখেছেন
ফ্যাসিবাদ ৫ তারিখে পালিয়ে গেলেও রয়ে যায় স্বচ্ছ আর রুহিদের মত এমন সহযোগী ও কুলাঙ্গার
এই স্বচ্ছ গোল ই আফরোজ সরকারি কলেজের সাবেক জি এস সুখীর(রুহির) আপন ভাই,তাহলে কি সেই রেশ আর পাওয়ারেই ফ্যাসিজম কায়েমে এখনো মগ্ন স্বচ্ছরা?
প্রতিবাদ করুন প্রতিরোধ করুন এমন স্বচ্ছ আর রুহিদের বিপক্ষে যারা ফ্যাসিস্টদের দোষর ইসলামের শত্রু।
রাজু নামে একজন লিখেছেন
সিংড়ায় বসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটুক্তি করার সাহস পেলো কোথায়? দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
গ্রেফতার এর খবর ছড়িয়ে পড়লে রাতেই থানা চত্বরে অবস্থান নেই সাধারন ছাত্র-জনতা ও মুসল্লিরা। পরে পুলিশের আশ্বাসে থানা চত্বর ত্যাগ করে আজ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এর ডাক দেন।