শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মো.জায়েদ হোসেন,দশমিনা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মহসিন জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় নলখোলাবন্দরের একটি দোকান থেকে গ্রেফতার করা হয়।
মামলার বরাদ দিয়ে পুলিশ জানান,উপজেলার বেতাগি সানকিপুর ইউনিয়নের বেতাগি গ্রামে ছবদের আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকেলে ইউনিয়ন বিএপির কাউন্সিল চলাকালে শতাধিক নেতা-কর্মী আহত হন। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ওই হামলা চালায় বলে অভিযোগ বিএনপির।এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে চলতি বছরের ১৩ মার্চ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ৪৮ জনের নামে এবং অজ্ঞাত নামা ৪০-৫০ জনকে আসামী করে মামলা করেন। উক্ত মামলায় উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ৪১ নম্বর আসামী। এ মামলায় মহসিন জমাদ্দারকে আাদলতে প্রেরন করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান বিএনপি নেতার মামালায় উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাককে আজ সোমবার সকালে গ্রেফতার করে দুপুরে আদলতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।