রাখালগাছিতে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট সদরের রাখালগাছিতে হতদরিদ্র, গরিব, অসহায় ও দুস্থ ৭৭০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে রাখালগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান।
এ সময় অন্যানের মধ্যে রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খান, ইউপি সচিব সরোয়ার হোসেন”সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান বলেন, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য রাখালগাছি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়, গরিব ও দুস্থদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খান বলেন, বাগেরহাট সদর উপজেলার মধ্যে রাখালগাছি ইউনিয়নে আমরা সর্বপ্রথম ভিজিএফের চাল বিতরণ করছি। আপনারা যাতে ভালো করে ঈদ উদযাপন করতে পারেন, এজন্য আমরা প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করছি।